বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শপথ নেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 'আমার ছোট বোন' বলে সম্বোধন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
অতীতে একাধিকবার রাজ্য-রাজভবন দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কিন্তু তৃণমূলের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছিলেন রাজ্যপাল। তবে কী অতীতের তিক্ততা ভুলে রাজ্য-রাজ্যপাল সম্পর্কের নতুন শুরু? এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের ঠিক পরের মুহূর্তেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনা প্রসঙ্গে বার্তা দেন রাজ্যপাল। তিনি বলেন, 'আমাদের সবার প্রথমে ভিত্তিহীন, ভয়ানক ভোট পরবর্তী হিংসার ঘটনা আটকাতে হবে। আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে এইধরনের হিংসার ঘটনা আটকানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপযুক্ত পদক্ষেপ নেবেন। আমার পূর্ণ বিশ্বাস,মুখ্যমন্ত্রী, আমার ছোট বোন হিংসার ঘটনা কড়া হাতে দমন করবেন।'
You have reached your daily news limit
Please log in to continue
‘আমার ছোট বোন মমতা বন্দ্যোপাধ্যায়’, শপথের পর বিশেষ বার্তা রাজ্যপালের
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন