আমের কেজি ২ টাকা
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হচ্ছে আম। এসব ছোট মাঝারি ধরনের অপরিপক্ব আম বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা মণ দরে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টায় জেলার বিভিন্ন হাটবাজার ও মহাসড়কে ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
এছাড়া জেলার ইসলামপুর, শিবগঞ্জের পুকুরিয়া পেট্রলপাম্প, শ্যামপুর, ধূধূবাজার, চামাভান্ডার ও বাজিতপুরে এলাকায় শত শত মণ আম কিনে জড়ো করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এর আগে সোমবার (৪ মে) রাত ১০টায় জেলায় কালবৈশাখী ঝড় হয়। এসময় ব্যাপক আম ঝরে পড়ে। কানসাট ইউনিয়নের সুজা মিঞা বলেন, সোমবার রাতে ঝড়ে পড়ে যাওয়া প্রায় সাড়ে তিন মণ আম কুড়াই। কুড়ানো আমের প্রায় ২০ কেজি আচারের জন্য রেখে দেই। বাকি আম বাজারে বিক্রি করেছি দুই টাকা কেজি দরে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সুলভ মূল্য
- আচার
- আম চাষ