![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/56FF/production/_118017222_soldierwheelchair.jpg)
আহত সৈন্যদের ভাড়াটে যৌনসঙ্গী হিসেবে কাজ করেন যে নারীরা
সারোগেট সেক্স থেরাপি এক বিতর্কিত চিকিৎসাপদ্ধতি। এর অর্থ হলো রোগীর যৌনসঙ্গী হিসেবে একজন লোককে ভাড়া করে আনা। বিতর্কিত বলেই খুব বেশি দেশে এটি চালু হয়নি। তবে ইসরায়েলে সৈন্যদের জন্য এই থেরাপি চালু আছে - এবং যে সৈনিকরা কোন সংঘাতে গুরুতর আহত আহত হয়েছেন এবং তার যৌন-পুনর্বাসন দরকার - তারা সরকারি খরচে পেতে পারেন এই থেরাপি, অর্থাৎ একজন সারোগেট যৌনসঙ্গীর সেবা।