কথা বলা অপরাধ হলে আমাকেও গ্রেপ্তার করুন: ডা. জাফরুল্লাহ
ডেইলি স্টার
প্রকাশিত: ০৩ মে ২০২১, ২১:১৯
ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে প্রতিবাদ আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের ঈদের আগেই মুক্তি দাবি করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অভিভাবক ও নাগরিক সমাবেশে ডা. জাফরুল্লাহ বলেন, ‘তারা মানুষের অধিকারের কথা বলেছে, যৌক্তিক প্রতিবাদ করেছে। মানুষের অধিকারে কথা বলা যদি অপরাধ হয় আমিও সেই একই অপরাধে অপরাধী। আমাকেও গ্রেপ্তার করুন। জেলে রাখুন। ছাত্ররা যখন মুক্তি পাবে। আমাকেও তখন মুক্তি দিবেন।’
আসন্ন ঈদের আগেই গ্রেপ্তার সব শিক্ষার্থীর মুক্তি দাবি করে তিনি প্রশ্ন রাখেন, ‘ওই ছাত্ররা কি কাউকে খুন করেছে, বলৎকার করেছে, চাঁদাবাজি বা ছিনতাই করেছে?’