You have reached your daily news limit

Please log in to continue


তামিম-মুশফিকদের ভাগ্যে আজ একটাই লিখন 'পরাজয়'!

কপাল লিখন স্পষ্টতই পড়া যাচ্ছে। সেখানে খুব বেশি আশার বাণী নেই বাংলাদেশের জন্য। ৪৩৭ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে গতকালই ইনিংসের অর্ধেকটা শেষ মমিনুল হকদের। তাই আজ ম্যাচ বাঁচানোর জন্য পুরো দিন ব্যাট করার চেয়ে জয়ের জন্য বাকি ২৬০ রান করে ফেলা অপেক্ষাকৃত সহজ। যদিও কাজটা ম্যাচ বাঁচানোর মতোই কঠিন।

লক্ষ্য তো ধরাছোঁয়ার বাইরেই, হারও তাই অনেকটা নিশ্চিত। দেখার ছিল কেবল, লড়াই কতটা করতে পারে বাংলাদেশ। সেখানেও অবস্থা তথৈবচ। ৪৩৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭৭। অলৌকিক কিছু না ঘটলে ক্যান্ডি টেস্টে বাংলাদেশের একমাত্র অপেক্ষা বড় পরাজয় এটা নিশ্চিত। এখন দেখার পরাজয়ের ব্যবধানটা কতো কমানো যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন