
চলচ্চিত্রের গুপী-বাঘা ভূতের রাজার কাছে খাওয়া, পরা ও যেখানে খুশি সেখানে যাওয়ার বর চেয়েছিল। বাংলাদেশের ভূমিহীন মানুষ খাওয়া এবং পরা চায়, গুপী-বাঘার শেষোক্ত অভিলাষ তাদের নেই। তবে খাওয়া–পরার বাইরে তারা চায় মাথার ওপর অন্তত এমন একটা চালাবিশিষ্ট পরিকাঠামো থাকুক, যাকে অন্তত বাস্তুবিদ্যার সংজ্ঞায় ঘর বলে চালানো যায়। ‘যেখানে খুশি সেখানে’ না গিয়ে সেই ঘরে তারা একটু থিতু হওয়ার স্বপ্ন দেখে।
সরকার এই ভূমিহীনদের আশ্রয়ের কথা মাথায় রেখে অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। জমিজমা নেই, এমন পরিবারগুলোকে খাস জায়গায় ঘর তুলে থাকার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু যখন এগুলো ঘিরে প্রতারণা, জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতি হয়, তখন সেবাপ্রার্থীরা বঞ্চিত হয়।
- ট্যাগ:
- মতামত
- বরাদ্দ
- সরকারি অনুদান