![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/14C17/production/_118251058_p09g145b.jpg)
'সবাই পরিবারের সাথে ইফতার করে, আমাদের সেটা কখনো হয় না' - BBC News বাংলা
সম্প্রতি পণ্য ডেলিভারি দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন একটি প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান, পরে এই নিয়ে মামলাও করা হয়। প্রায়ই পণ্য ডেলিভারি দিতে গিয়ে নানান ধরনের অপ্রীতিকর অবস্থায় পড়েন ডেলিভারি কাজে নিযুক্তরা।
অথচ করোনাভাইরাস মহামারির সময়ে চাকরি হারিয়ে অনেকেই যুক্ত হচ্ছেন এই পেশায়।
কেমন অভিজ্ঞতা হচ্ছে এই কাজ করতে গিয়ে, তা জানতে বিবিসি কথা বলেছে ঢাকায় ডেলিভারির কাজ করেন এমন কয়েকজনের সাথে।