![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/04/28/ab-kohli-280421-01.jpg/ALTERNATES/w640/ab-kohli-280421-01.jpg)
পছন্দ নয় ডি ভিলিয়ার্সের, তবু বলেই যাবেন কোহলি
আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সম্পর্ক বেশ আগেই চুকেবুকে গেছে। এবি ডি ভিলিয়ার্স আপাতত শুধু আইপিএলই খেলছেন। লম্বা বিরতির পর এমন ফর্ম, এতটা ধারাবাহিকতা ধরে রাখা কীভাবে সম্ভব, বিরাট কোহলি তা ভেবেই পান না। ডি ভিলিয়ার্স অবশ্য ভীষণ বিব্রত কোহলির এমন প্রশংসায়। কিন্তু বেঙ্গালোর অধিনায়ক থেমে যাওয়ার পাত্র নন, ডি ভিলিয়ার্সকে তিনি কুর্নিশ করেই যাচ্ছেন।
ডি ভিলিয়ার্সকে নিয়ে নতুন করে স্তুতিতে মেতে ওঠার কারণ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষের ইনিংস। আইপিএলে মঙ্গলবার আহমেদাবাদে তিনি খেলেন ৫ ছক্কায় ৪২ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস। নড়বড়ে অবস্থা থেকে দলকে তিনি এনে দেন লড়ার মতো পুঁজি। রোমাঞ্চকর লড়াইয়ে পরে ১ রানের জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৬ মাস আগে
১ বছর, ৭ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৯ মাস আগে
৩ বছর, ২ মাস আগে