খালেদা জিয়া হাসপাতালে, তার স্বাস্থ্য সম্পর্কে যা জানা যাচ্ছে
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। খালেদা জিয়াকে আকস্মিকভাবে হাসপাতালে ভর্তি করার খবরে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
মঙ্গলবার রাতে বিএনপি নেত্রীকে সাড়ে নয়টার দিকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু শারীরিক পরীক্ষা করানোর জন্য। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
গত ২৫শে এপ্রিল খালেদা জিয়ার দ্বিতীয়বারের মতো কোভিড ১৯ পরীক্ষা করা হলে সেখানেও তার রিপোর্ট পজিটিভ আসে।
খালেদা জিয়ার দ্বিতীয় দফার পরীক্ষায়ও করোনা পজিটিভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্বিতীয় দফার করোনার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। এমনটাই জানিয়েছেন তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল টিমের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বেরিয়ে আজ শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে সাংবাদিকদের এ কথা জানান এফ এম সিদ্দিকী।