![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F54693b88-c078-4a99-aabf-ccba15299803%252FRab.jpeg%3Frect%3D0%252C29%252C1024%252C538%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
র্যাব সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
রাজধানীর কুর্মিটোলায় র্যাবের সদর দপ্তরের নিচতলায় দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা ছবি। কোনোটিতে বঙ্গবন্ধুর সঙ্গে অন্য দেশের রাষ্ট্রপ্রধান, কোনোটিতে পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু। এটা ‘বঙ্গবন্ধু কর্নার’। আজ রোববার এই কর্নারের উদ্বোধন করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ইমতিয়াজ আহমেদ আজ প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে র্যাবের মহাপরিচালক তাঁর দপ্তরের নিচতলায় আজ বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন সময়ের ছবি স্থান পেয়েছে। অনুষ্ঠানে র্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।