কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ নাজুক অবস্থানে

কালের কণ্ঠ সম্পাদকীয় প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ১০:৪৮

লকডাউন ও কঠোর বিধি-নিষেধ আরোপের পর করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার আবার কমতে শুরু করেছে। এক দিনে মৃতের সংখ্যা ১১২ হয়েছিল, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৮ জন। এ সময় আক্রান্তের হার ছিল ১৪ শতাংশ, যা দিনকয়েক আগেও ছিল ২৩ শতাংশের বেশি। বিশেষজ্ঞরা আশা করছিলেন, এভাবে চলতে থাকলে শিগগিরই আক্রান্ত ও মৃতের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে আসবে। কিন্তু এরই মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য প্রয়োজন বিবেচনায় সরকার লকডাউন শিথিল করার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আজ রবিবার থেকে শপিং মল, বিপণিবিতান খুলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। ট্রেন চলাচল আবার শুরু করারও চিন্তা-ভাবনা চলছে। ফলে দেশের করোনা পরিস্থিতি কোন দিকে যাবে, তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও