![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F04%252F04%252F21490348384fa674071f5dd0fd152f96-5e889a9c030b3.jpg%3Frect%3D0%252C0%252C750%252C394%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বাবার কাছে ফিরেছেন আফসানা মিমি
প্রথম আলো
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ০৮:৩৮
করোনা নেগেটিভ হয়ে বাবার কাছে ফিরলেন অভিনেত্রী আফসানা মিমি। গত মাসে করোনায় আক্রান্ত হয়ে বাসায় হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি। সেই সময় নিজের চেয়েও বয়স্ক বাবার জন্য ছিলেন বেশি চিন্তিত। চিন্তিত ছিলেন, যেন বাসার লোকদের মধ্যে আবার করোনা ছড়িয়ে না যায়! পরে শারীরিক জটিলতা দেখা দিলে পরিবারের সবার কথা ভেবে রিপোর্ট পাওয়ার ছয় দিন পরে হাসপাতালে ভর্তি হন মিমি।
- ট্যাগ:
- বিনোদন
- নাটক
- অভিনেত্রী
- করোনা নেগেটিভ
- আফসানা মিমি