তারকাদের ধর্ম পালন নিয়ে তাদের ভক্তদের অনেক কৌতূহল। মুসলিম তারকারাও রোজা রাখেন। রোজা নিয়ে শুটিং করেন, ব্যস্ত থাকেন নানা রকম ধর্মীয় প্রার্থনায়। আর সবার মতো তাদেরও আছে রোজা রাখার অনেক মজার স্মৃতি। তাদের ভিড়ে ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিন জানালেন রোজা নিয়ে তার দর্শন ও উপলব্ধির কথা।
জাগো নিউজ : কবে প্রথম রোজা রাখা হয়?
ফারিন : সেভাবে মনে নেই। তবে অনেক ছোটবেলা থেকেই রোজা রাখার অভ্যাস তৈরি হয়।