পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ‘অনুপ্রবেশকারীরাই আপনার ভোট ব্যাংক। এই অনুপ্রবেশকারীরা বহিরাগত। আপনি তার ওপর নির্ভর করেই বাংলায় শাসন করতে চাইছেন।’
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজ্যটির হরিরামপুরে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন অমিত। সভায় তিনি দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা আসনের নির্বাচনকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হয়। করোনার কারণে সভায় মাত্র ৫০০ জনকে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়।