নওগাঁয় কৃষি প্রণোদনার ১২৫ বস্তা সার ও বীজ উদ্ধার
নওগাঁয় কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা কৃষি প্রণোদনার ১২৫ বস্তা সার ও বীজ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলার বড়কৈ গ্রামের এক বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে স্থানীয় প্রশাসন।
উদ্ধার তালিকায় রয়েছে, ৪৮ বস্তা ডিএপি, ২১ এমওপি (পটাশ) ও ৬৬ বস্তা ধানের বীজ।