লকডাউন ভেঙে বসেছে 'করোনা হাট'!
লকডাউন ভেঙে পিরোজপুরের মঠবাড়িয়ায় কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনে আজ বুধবার বসেছে সাপ্তাহিক হাট। সাপ্তাহিক হাটে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির বিরুদ্ধে করোনাকালের লকডাউনে সরকারি নীতিমালা উপেক্ষা করে এ হাট বসছে বলে অভিযোগ উঠেছে। বাজারে আসা ৭০ শতাংশ মানুষের মুখে মাস্ক ছিল না।
বুধবার সাপ্তাহিক হাট ঘুরে লকডাউন বলে মনে হয়নি। মঠবাড়িয়া উপজেলা সদরে প্রতি বুধবার একদিন সাপ্তাহিক হাট বসে। উপকূলে এটি সবচেয়ে বৃহৎ হাট। এতে এক থেকে দেড় লাখ হাটুরে মানুষের সমাগম ঘটে। এবারের লকডাউনের প্রথম সপ্তাহে কিছুটা ঢিলেঢালা লকডাউন মানা হলেও দ্বিতীয় সপ্তাহের লকডাউনে এসে হাটবাজার একদম খোলামেলা হয়ে গেছে।