হাড়ভাঙা বৃদ্ধা, টিউশনি হারানো তরুণ ও বেকার প্রকৌশলীর আর্তনাদ
গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত ‘কাদের জন্য সরকার, কাদের জন্য রাষ্ট্র’ শীর্ষক কলামের প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক পাঠক। লেখকের সঙ্গে একমত হলে তাঁরা যেমন প্রশংসা করেন, তেমনি দ্বিমত হলে তুলাধোনা করতেও দ্বিধা করেন না।
কলামের সূত্র ধরে অনেক পাঠক বন্ধু নিজেদের কিংবা সমাজের আশপাশের মানুষের কিছু জ্বলন্ত সমস্যা তুলে ধরেছেন। অবিলম্বে এসব সমস্যার প্রতিকার হওয়া প্রয়োজন। এই তাগিদ থেকেই অনেক পাঠকের মধ্য থেকে কয়েকজনের বক্তব্য এখানে তুলে ধরছি।