You have reached your daily news limit

Please log in to continue


সরকারের সাথে সমঝোতার চেষ্টায় মরীয়া হেফাজত

বাংলাদেশে মাদ্রাসা-ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতারা সোমবার মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে যে বৈঠক করেছেন, সেটিকে তারা সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝি নিরসনের চেষ্টা বলে বর্ণনা করেছেন।

সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় সরকারের সঙ্গে এ নিয়ে চরম সংঘাতে জড়িয়ে পড়েছিল হেফাজত।

এরপর সরকার সংগঠনটির নেতা-কর্মীদের বিভিন্ন মামলায় গ্রেফতার অভিযান শুরু করে। হেফাজতের একজন গুরুত্বপূর্ণ নেতা মামুনুল হককেও সরকার গ্রেফতার করেছে।

হেফাজতের নেতারা বলেছেন, তাদের যে কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি নেই তারা সরকারকে সেটা বোঝানোর চেষ্টা করেছেন এবং একই সঙ্গে তাদের নেতাকর্মীদের গ্রেফতারের নামে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন