করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের ৩৫ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা ও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এজন্য সরকারের ব্যয় হবে ৯৩০ কোটি টাকা। নগদ আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় তহবিল’-এ বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ করা হবে।
গত এক বছরেরও বেশি সময় ধরে করোনায় বিপর্যস্ত হয়ে আছে পুরো বিশ^ অর্থনীতি। বাংলাদেশও এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। করোনায় কর্মহীন হয়ে পড়ছে লাখো মানুষ। ব্যবসায় লোকসান দিয়ে দৈন্য দশায় ভুগছেন অনেকে। আবার একই সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য এই সহায়তার উদ্যোগ প্রশংসনীয়।