You have reached your daily news limit

Please log in to continue


১১২ মৃত্যু

দেশে করোনায় মৃত্যুর রেকর্ড প্রায় প্রতিদিনই ভাঙছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন; যা কিনা দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগে গতকাল রবিবার ১০২ জন, শনিবার ১০১ এবং তার আগের দিনও ১০১ জন মারা যান। অর্থাৎ টানা চার দিন ধরে একদিনে মৃত্যু শতাধিক। আজকের ১১২ জন নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনায় মারা গেলেন ১০ হাজার ৪৯৭ জন। 

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১৯ এপ্রিল) এই তথ্য জানানো হয়। 

দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালে ৫ ঘণ্টায় ৪০ রোগী ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা ডেডিকেটেড হাসপাতালটি সোমবার (১৯ এপ্রিল) চালুর প্রথম ৫ ঘণ্টায় ৪০ জন করোনারোগী ভর্তি হয়েছে। হাসপাতালটিতে অর্ধেকের বেশি শয্যায় রোগীকে অক্সিজেন সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই হাসপাতালটি উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে ৫০টি আইসিইউ, ৫০টি ইমারজেন্সি, ১৫০টি সাধারণ শয্যা এবং ১৩০ জন চিকিৎসক ও ৩০০ নার্স নিয়ে যাত্রা শুরু হলেও এক মাসের মধ্যে এটিকে এক হাজার শয্যায় নিয়ে যাওয়ার ইচ্ছা কর্তৃপক্ষের। এ ছাড়া রোগীদের জন্য রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা।

রাজশাহী বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে একদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগের বগুড়ায় তাঁদের মৃত্যু হয়। এ দিন বিভাগে নতুন ১৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার(১৯ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৭৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।

না.গঞ্জে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১০৮

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে আরো ২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরো ১০৮ জন।

সোমবার (১৯ এপ্রিল) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য জানান।

চট্টগ্রামে আক্রান্ত আরো ২৯৩ মারা গেছেন ৫ জন

চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো২৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ১১৩৮ জনের নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনা আক্রান্তের হার ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো পাঁচ জন।

সোমবার (১৯ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন