ইতালিয়ান সিরিআতে সময়টা ভালো যাচ্ছে না জুভেন্টাসের। শিরোপা আশা অনেকটাই মলিন। এর মধ্যে রোববার আটলান্টার মাঠে হেরেই গেছে দলটি। রোনালদোহীন জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে আটলান্টা।
চোটের কারণে এই ম্যাচে ছিলেন না জুভেন্টাসের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমার্ধে গোলের উদ্দেশে তারা ১০টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারেনি কোনোটিই। একইভাবে আটলান্টার ৮ শটের একটিও লক্ষ্যে ছিল না।