ভালো হওয়া বনাম ভালো সাজা
আব্রাহাম লিংকন বলেছিলেন, চুপ থাকা ভালো, তাতে মানুষ ভাবতে পারে আপনি জ্ঞানী। মুখ খুলে সন্দেহ দূর করে দেওয়া উচিত নয়। কিন্তু আমরা চুপ থাকতে পারি না। সারাক্ষণ এটা-ওটা বলতে থাকি। অন্যের ত্রুটি খুঁজে বেড়াই। অন্যকে নিয়ে ট্রল করি। জীবিতরা তো বটেই, মৃতরাও আমাদের নিশানা থেকে বাদ যায় না। মৃত মানুষজন নিয়ে আমরা যেভাবে ঠাট্টা করি, মনে হয় আমরা কেউ মরব না। আমরা সবাই সাধু, ওলি-আউলিয়া পর্যায়ের মানুষ। আমরা কোনো গুনাহ করি না।
- ট্যাগ:
- মতামত
- ভালো কাজ
- ভালো মানুষ