করুণার ভরসায় করোনা!
চরিত্র দ্রুত পাল্টে ফেলে যে, তার সঙ্গে সংসার করাই মুশকিল। এক বছরে ধরেই নিয়েছিলাম এই জগৎ সংসারে যতদিন আছি, করোনার সঙ্গেই তাল মিলিয়ে চলতে হবে। তার যে চরিত্র সেটা মাথায় রেখে নিজে নিতে হবে খাপ খাইয়ে। কিন্তু দশ দিকের গবেষণা ও ধারণা থেকে অদৃশ্য অণুজীবটির যে চরিত্র পাওয়া যাচ্ছে, তাতে নিজেকে কিংবা এই জীবন সংসারকে কীভাবে তার সঙ্গে চলার মতো করে তৈরি করব, এ এক মহাবিভ্রান্তির মধ্যে ঘুরপাক খেতে হচ্ছে।
শুরু থেকে জেনে আসছিলাম অদৃশ্য অণুজীব বাহকের মুখ থেকে নিঃসৃত জলকণা বা ড্রপলেট কোথাও পড়লে, সেখানে যদি আমার হাত পড়ে, সেই হাত নাক বা মুখমণ্ডল দিয়ে আমার ভেতরে প্রবেশ করে। অতএব সাবান দিয়ে কিছুক্ষণ পরপর হাত ধোও, কোথাও কিছু স্পর্শ করলে স্যানিটাইজার দাও হাতে বা ড্রপলেট পড়েছে এমন সন্দেহজনক জায়গা জীবাণুমুক্ত করো। বাইরে থেকে এসে শরীর ধুয়ে নেয়া, কোনো পণ্য এনে কিছু সময় বাইরে রাখা, এই নিয়মগুলো অনুসরণ করে আসা হচ্ছিল।