কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বৃহত্তর কল্যাণের জন্য স্বল্প মেয়াদের কঠোর পদক্ষেপ শ্রেয়

দেশ রূপান্তর মোহাম্মদ ফরাসউদ্দিন প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ১১:৪৯

দেশ রূপান্তর : বাংলাদেশ করোনা পরিস্থিতির এক বছর পার করল। এই এক বছরে দেশের অর্থনীতি কোথায় এসে দাঁড়িয়েছে?


মোহাম্মদ ফরাসউদ্দিন : প্রথমত, করোনা সংক্রমণের সময়ে বিশ্বের অন্যান্য দেশ অর্থনৈতিক দিক দিয়ে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশে ততটুকু হতে দেওয়া হয়নি। এটা সম্ভব হয়েছে সরকারের নেতৃত্বে এবং সবার প্রচেষ্টায়।


দ্বিতীয়ত, যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিরূপ মন্তব্য করেছিল, বিশেষ করে বিশ্বব্যাংক তারাই এখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে ইতিবাচক কথা বলছে। তারা বলছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বর্তমান বছরে ২.৫ থেকে ৫.৫ হতে পারে। আইএমএফ বলছে ৫ ভাগ হতে পারে। এডিবি বলছে ৬ ভাগের বেশি হবে। কাজেই অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল আছে এটা পরিষ্কার। সরকার করোনার সময়ে যখনই কোনো পদক্ষেপ নিচ্ছে, মিল-কারখানা খোলা রাখছে। এতে একটা বৈষম্য হচ্ছে। এখানে লাভ হয়েছে সমাজের বিত্তবান শ্রেণির। যারা দিন আনে দিন খায়, অনানুষ্ঠানিক নানা খাতে কাজ করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র পর্যায়ের শিল্প খাতের লোকজন ক্ষতির মুখোমুখি হয়েছে। এমনিতেই বৈষম্য আছে, এইসব ঘটনায় বৈষম্যের ব্যবধান আরও বাড়ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও