অনন্তলোকে কবরী

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ১০:২৭

করোনা শেষ পর্যন্ত কবরীকেও নিয়ে গেল। কিছু নাম আছে, যেগুলো আর বিশেষ্য পদ থাকেনি, বিশেষণ হয়ে গেছে। কবরী তেমনই একটি নাম। অপরূপ দৈহিক সৌন্দর্যের সঙ্গে অভিনয় নৈপুণ্য মিলেমিশে এমন এক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন কবরী যে, তার মৃত্যুতে শোকাহত হয়নি এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। এই বাংলায় অভিনয় জগতে এসেছেন অনেক অভিনেত্রী; কিন্তু ‘মিষ্টি মেয়ে’ খেতাব পেয়েছেন একজনই এবং তিনি হলেন কবরী। এই মিষ্টতা শুধু তার মুখাবয়বেই নয়, প্রকাশিত হয়েছিল তার অভিনয়ে। তার অভিনীত চলচ্চিত্র দেখে আবেগে আপ্লুত হয়নি, সিনেমার এমন দর্শক নেই বললেই চলে। তাই এ করোনাকালেও মৃত্যু যখন একটি সংখ্যা মাত্র, তখন কবরীর মৃত্যু শুধু একটি সংখ্যা হিসাবে মৃত্যুতালিকায় যুক্ত হয়নি, তিনি বেদনাহত করেছেন কোটি কোটি মানুষকে।



সেই ১৯৬৪ সালে মাত্র ১৩ বছর বয়সে ‘সুতরাং’ ছায়াছবির মাধ্যমে তিনি সিনেমা জগতে প্রবেশ করেছিলেন যখন, তখনই দর্শক ধরে নিয়েছিল এই কিশোরী যাবে বহুদূর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও