![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flalmonirhat-p-1-20210418091907.jpg)
ঝড়ে গুঁড়িয়ে গেল আশ্রয়ন প্রকল্পের পাকা ঘর
‘অনেক কষ্টে সরকারি পাকা ঘর পানুং (পাইলাম)। এমন বাতাস আসিল ঘরের টিন, বেড়া সব উড়ি নিয়া গেল। ঘরের সিমেন্ট খুলি খুলি পড়ছে। মোর ভ্যাগ্য ভ্যাল মোর কিছুই হয়নাই। এলা মুই কী করি এই ঘর ভ্যাল করিম।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন সরকারি ঘর পাওয়া উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছের জলঢাকা এলাকার হালিমা খাতুন (৩০)।