যে মসজিদ থেকে দেখা যায় সারি সারি কবর
বিশ্বে গর্ব করার মতো বাংলাদেশের আছে হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্য। এই ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ স্থাপত্যকলা। শিল্পের এই মাধ্যমে কোনও অংশে কম ছিল না এ অঞ্চল। বাংলাদেশের যে স্থাপনাশৈলী এখনও বিমোহিত করে চলেছে অগণিত ভ্রমণচারী ও মননশীল মানুষকে, তার মধ্যে আছে দেশজুড়ে থাকা অগণিত নয়নাভিরাম মসজিদ। এ নিয়েই বাংলা ট্রিবিউন-এর ধারাবাহিক আয়োজন ‘বাংলাদেশের প্রসিদ্ধ মসজিদ’। আজ থাকছে রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ নিয়ে প্রতিবেদন।
আজিমপুর কবরস্থানের পাশেই মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত মসজিদটি স্থাপত্যশৈলীতে অনন্য। ২০২০ সালে আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় প্রথম হয় মসজিদটি। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মেলবন্ধনে এর নকশা করা হয়েছে।