
স্বাস্থ্যবিধি না মেনে চলছে গরু-ছাগলের হাট
নওগাঁর মহাদেবপুরে মরণব্যাধি করোনাভাইরাসকে উপেক্ষা করে স্বাস্থ্য বিধি না মেনে গরু ও ছাগলের জমজমাট হাট বসেছে। সরকার ঘোষিত লকডাউনের তোয়াক্কা না করে কিভাবে হাট চলছে তা নিয়ে সর্বত্র ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) বিকেলে সরেজমিনে উপজেলা সদরের গরু ও ছাগলের হাটে গিয়ে দেখা গেছে, সেখানে স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। গাদাগাদি করে কেনাবেচা করা হচ্ছে গরু ও ছাগল। এছাড়াও অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ ক্রেতাদের।