প্রথম প্রেম কবরী
মেঠো পথ ধরে হেঁটে যেতে যাকে মনে পড়ে, তিনি কবরী। ফসলের মাঠ ধরে হয়তো একা একা দৌড়ে যাচ্ছি, হাতে খিরাই, পাশে এক প্যাঁচের শাড়ি পড়া কিশোরীটি- কবরী। মেঘলা দিনে মেঘনা নদীতে লঞ্চে পাটাতনে বসে আছি একা। পরনে হাফপ্যান্ট, বাড়িতে কেউ একজন অপেক্ষায় আমার। মনেতে ঝড় ওঠে- সামনের নীল দরিয়া পেরিয়ে কি পৌঁছাব 'সারেং বৌ'এর কাছে?