‘কবরী রোডে’ যাওয়া হলো না কবরীর

কালের কণ্ঠ চুয়াডাঙ্গা প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ১১:৫০

ছোট শহর হলেও মানুষ অনেক বিনোদনপ্রিয়। তাইতো নায়িকার নাম অনুসারেই স্বীকৃতি নিয়েই আজ দাঁড়িয়ে আছে ‘কবরী রোড’। ১৯৬৯ সালে সদ্য প্রয়াত অভিনেত্রী কবরী অভিনীত ‘কখগঘঙ’ সিনেমার শুটিং করা হয় চুয়াডাঙ্গা শহরে। আর কবরী যে বাড়িতে ছিলেন সেই বাড়ি সংলগ্ন সড়কের নামকরণ করা হয় ‘কবরী রোড’। কবরীরর ইচ্ছে ছিলো তিনি একবার সড়কটি দেখে যাবেন। কিন্তু শেষ ইচ্ছা আর পূরণ হলো না।


চুয়াডাঙ্গা শহরের ‘সেতাব  মঞ্জিল’ নামের বাড়িতে ১৯৬৯ সালে কখগঘঙ সিনেমার শুটিং করা হয়। সিনেমার খাতিরে ওই বাড়িতেই থাকতেন কবরী-রাজ্জাক সহ সিনেমার পুরো টিম। আর সেই বাড়িকে কেন্দ্র করেই ওই পুরো রাস্তার নাম হয়েছে কবরী রোড যা শহরের সংস্কৃতির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও