অবিস্মরণীয় সেই দিন
১৭ই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এই দিনে বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় (পরবর্তী সময়ে যার নামকরণ হয় মুজিবনগর) বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে। সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে দেশি-বিদেশি অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে যুদ্ধকালীন এই সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা আমার পিতা, জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলাম গার্ড অব অনার গ্রহণ করেন। স্যালুট নিতে থাকা তাঁর সেই মুহূর্তের ছবিটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। ৫০ বছর আগের সেই সাদাকালো ছবিটি একটি বিরল ঐতিহাসিক দলিল এবং ব্যক্তিগতভাবে আমার কাছে অমূল্য। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রেক্ষাপটে আমি নতুন করে সেই বিশেষ ক্ষণের কুশীলবদের কথা স্মরণ করছি এবং তাঁদের প্রতি আমাদের যে অপূরণীয় ঋণ রয়েছে সে কথা ভেবে কিছুটা আবেগতাড়িত হয়ে উঠছি।