![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-04%252F2cec597b-607f-4358-ae61-92494f528558%252Fcoronavirus_reuters.jpg%3Frect%3D0%252C97%252C792%252C416%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শারীরিকভাবে কম সক্রিয় ব্যক্তিদের কোভিডে মৃত্যুঝুঁকি বেশি: গবেষণা
প্রথম আলো
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ১২:৩৯
যেসব রোগী কমপক্ষে দুই বছর ধরে শারীরিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় আছেন, তাঁদের কোভিডে মৃত্যুঝুঁকি বেশি। এক গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, শারীরিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় ছিলেন—এমন কোভিড রোগীদের হাসপাতালে নেওয়া, নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া বা মৃত্যুর আশঙ্কা বেশি থাকে।