সুদানের দারফুরে আধাসামরিক বাহিনীর হাতে ঝরল ১৩ প্রাণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ১১:৫৪

সুদানের দারফুর অঞ্চলে একদল ব্যক্তির ওপর হামলা চালিয়েছে কুখ্যাত আধাসামরিক বাহিনী, যাতে অন্তত ১৩ জন নিহত হয়েছে।


একটি চিকিৎসক সংগঠন জানিয়েছে, রোববারের এ ঘটনায় নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।


আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হাতে এটিই সবশেষ হত্যাকাণ্ড। বাহিনীটি আগের দিন উত্তর দারফুরের অবরুদ্ধ শহর এল-ফাশেরের একটি হাসপাতালে গোলাবর্ষণ করেছিল। এল-ফাশের ও কাছাকাছি শহর টুয়েলা’র সংযোগ সড়কে হামলাটি হয়েছিল।


সুদানের গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করছে দেশটির চিকিৎসা পেশাজীবীদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক। তারা জানিয়েছে, রোববার যারা নিহত হয়েছে, তাদের মধ্যে পাঁচজন শিশু, চারজন নারী ও চারজন বয়স্ক মানুষ রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও