শিকড়ের সঙ্গে আমাদের সম্পৃক্ততা
পহেলা বৈশাখ সাধারণ অর্থে শুধু একটি তারিখ নয়; এমনকি নববর্ষও নয়। বাঙালির অকৃত্রিম অস্তিত্বের সঙ্গে পহেলা বৈশাখের যে সম্পর্ক, তা এতটাই আত্মিক যে, বাঙালি ও পহেলা বৈশাখকে পৃথক করে দেখার কোনো অবকাশ নেই। বাঙালির এ উৎসব আমরা অনুভব করেছি বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই। সে জন্যই যদি বলি, স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস আমাদের স্বাধীন অস্তিত্বকে তুলে ধরে- তাতে যেমন বিন্দুমাত্র সন্দেহ নেই; তেমনি মানতেই হবে পহেলা বৈশাখ আমাদের সামগ্রিক জাতিসত্তাকে উপস্থাপন করে ঐতিহাসিকভাবেই। বস্তুত বাংলা নববর্ষের সঙ্গে আমাদের সংযোগ বহুকালের; সম্পৃক্তি আমাদের স্বাধীনতা সংগ্রামেরও। বাংলা নববর্ষের সাংস্কৃতিক দিকটিই আমাদের একেবারে মৌলিক দিক এবং এই পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে বাঙালিকে যেমন লড়তে হয়েছে কিছু উগ্রবাদীর বিরুদ্ধে, তেমনি তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধেও।