পানি পান করতে হবে হিসাব করে
চাইলেই যেখানে–সেখানে গভীর নলকূপ স্থাপন করে তা কৃষিকাজে ব্যবহার করা যাবে না। গৃহস্থালির কাজ, মাছ চাষ ও খাওয়ার পানি ব্যবহার করতে হবে নিয়ম মেনে। উঁচু বরেন্দ্র অঞ্চলে প্রতিবছর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমনই বিধিনিষেধ আরোপ হতে যাচ্ছে।
এই বিধিনিষেধের আওতায় কোনো এলাকায় মাটির গভীরের একটি নির্দিষ্ট স্তরের পানি শুধু খাওয়ার কাজে ব্যবহার করা যাবে, ব্যাপক আকারে সেচকাজে ব্যবহার করা যাবে না। সম্প্রতি ভূগর্ভস্থ পানির স্তর অনুযায়ী এমন মানচিত্রায়ণের কাজ শুরু করেছে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন (ওয়ারপো)। ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানিসম্পদের অবস্থা নির্ণয়ের জন্য দেশে প্রথমবারের মতো এমন মানচিত্রায়ণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাস্তবায়নের জন্য গঠিত কারিগরি কমিটির সদস্যরা।