চাকরি-পরবর্তী উদ্যোক্তা হওয়ার সুবিধা ও অসুবিধা
কবি সুফিয়া কামালের কবিতা ঈষৎ পরিবর্তন করে বলা যায়, ‘আমাদের যুগে আমরা যখন ঘুরেছি জবের জন্য/ তোমরা এ যুগে সেই বয়সেই উদ্যোক্তা হতে হন্য।’
অনেক ছাত্র এখন উদ্যোক্তা হওয়ার স্বপন দেখে। মা-বাবারাও উৎসাহ দেন। অথবা মেনে নেন। ১০ বা ১৫ বছর আগে কিন্তু পরিস্থিতি এমন ছিল না। যদিও উদ্যোক্তা জীবনের সংগ্রাম একটুুও কমেনি। বন্ধুর পথ মসৃণ হয়নি। বরং করোনা অনেক উদ্যোক্তার জীবনকে অনিশ্চিত করে তুলেছে। অনেকে ব্যবসা গুটিয়ে ফেলেছেন। কারণ নতুন উদ্যোক্তাদের জন্য সেফটি নেট বলে কিছু নেই। তাদেরও সেকেন্ড লাইন অব ডিফেন্স বলে কিছু থাকে না। অধিকাংশ ক্ষেত্রে সহায়-সম্বল যা আছে তা-ই নিয়ে শুরু করেন। তাই কোনো অঘটন ঘটলে আর উঠে দাঁড়াতে পারেন না।
- ট্যাগ:
- মতামত
- চাকরি
- উদ্যোক্তা
- সুবিধা-অসুবিধা