You have reached your daily news limit

Please log in to continue


আলিয়া ভাটের করোনা, লোকসান গুনছেন পরিচালক

"জমিন পে বৈঠি আচ্ছি লগ রহি হ্যায় তু, আদত ডাল লে"! মুম্বইয়ের কুখ্যাত নিষিদ্ধপল্লী কামাতিপুরার যৌনকর্মী গঙ্গা হরজীবনদাস সিনেমার পর্দায় হয়ে উঠেছেন গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি । সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এবং প্রযোজিত এই সিনেমায় নামভূমিকায় অভিনয় করা নায়িকা আলিয়া ভাটের এই সংলাপ ছবির ট্রেলারের মতোই দারুণ জনপ্রিয়। কিন্তুর ভাগ্যের নির্মম পরিহাসে আপাতত সিনেমার কাজ বন্ধ রয়েছে।

আলিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই আইসোলেশনে রয়েছেন নায়িকা। বন্ধ রয়েছে সিনেমার কাজ। আর তাতে রীতিমতো আর্থিক ভরাডুবির অবস্থা বনশালি প্রোডাকশন্সের। আলিয়ার আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিচালক নিজে। তখন এক দফা সিনেমার কাজ বন্ধ রাখতে হয়েছে, পানিতে গিয়েছে অনেক টাকা। সেই ধাক্কা সামলে উঠে আবার যখন কাজে হাত দিয়েছিলেন বনশালি, শুধুমাত্র একদিনের শ্যুটিং বাকি ছিল। কিন্তু আপাতত আলিয়া করোনায় আক্রান্ত হওয়ায় কাজ পিছিয়ে গিয়েছে। আবার নতুন করে সেট ফেলতে হবে বনশালিকে, ১৬০ জন সদস্য নিয়ে নতুন করে হাত দিতে হবে কাজে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন