বজ্রপাতের আগুনে পুড়লো হাসপাতাল
দিনাজপুরের ফুলবাড়ীতে বজ্রপাতের স্ফুলিঙ্গের আগুনে টি. এম হেলথ কেয়ার এন্ড ইমদাদ-সিতারা খান কিডনি সেন্টার নামের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালের পরিচালক সাদেকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে প্যাথলজিক্যাল বিভাগের সবগুলো যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে হাসপাতালের আন্তঃবিভাগের চিকিৎসাধীন কোন রোগীর কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।