তপসিয়ার পাটা পিচেই কি গাব্বার বাউন্স দেখছেন জাভেদ
কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ড। তপসিয়া অঞ্চলের এখলাখিয়া মাদ্রাসার সামনে সন্ধ্যাবেলায় পথসভা চলছে জাভেদ খানের। পাঁচ-সাতশো তৃণমূল কর্মী-সমর্থকের ভিড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল জমানায় উন্নয়নের ছবি তুলে ধরেই জাভেদ সরাসরি সংখ্যালঘু ভোট বিভাজনের প্রসঙ্গে চলে গেলেন।
উত্তরপ্রদেশের উদাহরণ টেনে রাজ্যের এই মন্ত্রী বললেন, 'সাহারনপুর, মিরাট, দেওবন্দে কী হয়েছে আপনারা দেখেছেন। ওখানে মায়াবতী ও অখিলেশের প্রার্থীরা ছিল। মুসলিম ভোট ভাগ হয়ে যায়। তার ফল কী হয়েছে? দেওবন্দ, সাহারানপুরে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে।' কসবার দীর্ঘদিনের দাপুটে বিধায়ক জাভেদ। এই তল্লাটে নিজে কাউন্সিলর হয়েছেন, জাভেদের পরিবারের সদস্যরা কাউন্সিলর হয়েছেন। তপসিয়ায় জাভেদের দাপটে বামেরা অনেক দিন দাঁত ফোটাতে পারে না। সেখানে তো গেরুয়া শিবিরের নাম-নিশান খুঁজে পাওয়াই কঠিন। সেই দুর্গে ভরসন্ধ্যায় জনবহুল পথসভায় জাভেদের গলায় হঠাৎ সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা কেন? উত্তরটা সহজ- পিরজাদা আব্বাস সিদ্দিকি!