‘কিশোর গ্যাং’ থামাতে হবে
মুন্সীগঞ্জে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব নিরসনে বসা সালিশ বৈঠকে তিনজনের হতাহতের ঘটনা ঘটেছে। কিশোর কর্তৃক কিশোর হত্যাকাণ্ডের ঘটনা অহরহ ঘটলেও সালিশ বৈঠকে হত্যার ঘটনা অতীতে আমরা দেখেছি বলে মনে হয় না। পূর্বপরিকল্পনা ছাড়া কীভাবে তিনজনকে হত্যা করা সম্ভব? কিশোর গ্যাং আজ আতঙ্ক, উদ্বেগ এবং অশনিসংকেত বহন করে। তাদের কাছে শুধু সহপাঠী, সমবয়সী কিংবা বন্ধুই নিরাপদ নয়, অন্য বয়সের মানুষেরাও অনিরাপদ। মানুষের আচরণের মধ্যে রয়েছে বৈচিত্র্য ও বহুমাত্রিকতা।