অন্যদের অবদান অস্বীকার করলে বঙ্গবন্ধুর মর্যাদা বাড়ে না
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় উদ্যোগে প্যারেড গ্রাউন্ডে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের উজ্জ্বল উপস্থিতি এই অনুষ্ঠানের মহিমা আরও বাড়িয়ে দেয়।