সরকারের কঠোরতা নয়, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি
নতুন করে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার বাড়তে থাকায় সরকার আমাদের দেশে ৫ এপ্রিল, সোমবার থেকে লকডাউন ঘোষণা করেছে। প্রাথমিকভাবে সাত দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে অর্থাৎ সাত দিনের মধ্যে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা না কমলে লকডাউন আরো বাড়তে পারে। গত বছর মার্চ মাসে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং মৃত্যুর পর পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছিল।