
নিত্যপণ্যের দামে গরিবের নাভিশ্বাস
এক বছরের বেশি সময় ধরে চলতে থাকা করোনাভাইরাস মহামারীতে দেশের বিপুল সংখ্যক মানুষ চাকরি-বাকরি, আয়-রোজগার হারিয়ে নিঃস্ব হয়েছেন। অনেকে গ্রামে ফিরে গিয়েও নতুন কর্মসংস্থান করতে পারেননি। এমন পরিস্থিতির মধ্যে বিগত কয়েকদিন ধরেই আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের বাজারে আগুন দিতে শুরু করেছেন। এর মধ্যেই এলো কঠোর বিধিনিষেধের ঘোষণা। কঠোর বিধিনিষেধের ঘোষণার সঙ্গে সঙ্গেই নিত্যপণ্যের বাজারে ক্রেতার ভিড় আর মূল্যবৃদ্ধির ঘোড়া দুটোই ঊর্ধ্বগতিতে ছুটছে। ফলে গরিব এবং নিম্নআয়ের মানুষের জীবিকার নিশ্চয়তা বিধানে বিশেষ পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে।