মানুষ বনাম মানুষ
যখন একজন নারী একজন পুরুষ তাকে যা করতে বলছেন তা করেন না, পুরুষের কাজ বা কথার প্রতিবাদ করেন, প্রায়ই এমন হয় যে, পুরুষটি তাকে মারধর করেন। পুরুষটি হতে পারেন নারীর স্বামী, তথাকথিত পারিবারিক কর্তা, হতে পারেন ছেলেবন্ধু। তবে তার স্ত্রী বা মেয়েবন্ধুর কথা বা কাজ পছন্দ না হলে তাকে শারীরিক নির্যাতন করেন বা করতে উদ্যত হন। খুব স্তম্ভিত হই যখন দেখি বা শুনি যে, একজন আত্মপর স্বামী স্ত্রীকে মেরেছেন, কারণ তার স্ত্রী তার কথামতো চলেননি। মারধর হয়ে গেল। ঠিক সেই দিনই রাত আঁধার হলে যে নারীকে তিনি কিছুক্ষণ আগে মারধর করেছেন, তার প্রতিই তিনি ভিন্নমাত্রায় আকৃষ্ট হন।
- ট্যাগ:
- মতামত
- নারী নির্যাতন
- পুরুষ নির্যাতন