সর্বজনীন শিক্ষায় দেশের সাফল্য
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ১৬:১২
স্বাধীনতার পর ভঙ্গুর শিক্ষাব্যবস্থা ঢেলে সাজিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রাথমিক শিক্ষাকে শিক্ষাব্যবস্থার ভিত্তি মনে করতেন এবং সে কারণে ১৯৭৩ সালের পহেলা জুলাই ৩৬ হাজার ১৬০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের চাকরি সরকারীকরণ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণেরও ব্যবস্থা করেছিলেন।