উপকূলের পতিত জমিতে লবণাক্তসহিষ্ণু গম চাষ
৪৭ হাজার বর্গকিলোমিটার নিয়ে বাংলাদেশের উপকূল অঞ্চল, যেখানে প্রায় চার কোটি মানুষের বসবাস। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূল অঞ্চলের জমির লবণাক্ততা দিন দিন বাড়ছে। শুধু লবণাক্ততাই সমস্যা নয়, এ অঞ্চলে সেচযোগ্য পানিরও অভাব রয়েছে। মূলত এই দুই সমস্যার কারণেই এই অঞ্চলে এক লাখ হেক্টরেরও বেশি জমি শুস্ক মৌসুমে অনাবাদি থাকছে।