কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তিস্তা কি বাঁচবে

দেশ রূপান্তর রাজেকুজ্জামান রতন প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২১, ১২:৫৫

পাঠ্যপুস্তকে এ কথা সবাই পড়েছি, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ কিংবা বাংলাদেশ একটি ব-দ্বীপ। হাইকোর্টের এক রায়ে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। লক্ষ বছর ধরে জালের মতো ছড়িয়ে থাকা নদীর পানি ও পলি দিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ। সেই দেশ আজ পানির অভাবে মরুকরণের হুমকির মুখে। এই পানির অভাব কিন্তু প্রাকৃতিক কারণে নয়। বাংলাদেশের দুই বড় নদী পদ্মা ও ব্রহ্মপুত্র চীন, নেপাল, ভুটান ও ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে অসংখ্য নদীতে পানি সরবরাহ করে জালের মতো ছড়িয়ে গেছে। এ ছাড়া ৫৪টি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীগুলোই বাংলাদেশের প্রাণপ্রবাহ। কিন্তু আন্তর্জাতিক সব নীতি লঙ্ঘন করে ভারত ৫১টি নদীর উজানে বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ার আগ্রাসী তৎপরতার ফলে নদীগুলোর পানিপ্রবাহ কমে গিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের অভ্যন্তরে নদী দখল ও দূষণ। ফলে নদীগুলো বাংলাদেশকে বাঁচাবে কী, নিজেরাই এখন মৃত্যুপথযাত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও