সংসদের মুলতবি বৈঠক শুরু
জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা উপস্থিত থাকলেও বরাবরের মতো আজও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অনুপস্থিত রয়েছেন। এছাড়াও বিরোধীদলীয় এমপিদের অধিকাংশই অনুপস্থিত রয়েছেন।
এর আগে ১ এপ্রিল চলমান একাদশ জাতীয় সংসদের ১২তম এই অধিবেশন শুরু হয়।