![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Apr/1617362378_amit.jpg)
Bengal Election: ভোট মিটলেই বালি-কয়লা মাফিয়াদের জেলে ভরব, উত্তরবঙ্গে অমিত-মন্তব্য
রাজ্যে ক্ষমতায় এসে বালি এবং কয়লা মাফিয়া রাজ বন্ধ করার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে ওই মাফিয়াদের জেলে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার আলিপুরদুয়ারে বিজেপি-র জনসভা ছিল। সেখানেই অমিত এ কথা বলেন।
কোচবিহারের পর আলিপুরদুয়ারের কালচিনির সভা থেকে পশ্চিমবঙ্গ সরকারের ‘উত্তরবঙ্গ বঞ্চনা’র অভিযোগও তোলেন অমিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার কোচবিহারের শীতলকুচিতে সভা করে আলিপুরদুয়ারের কালচিনিতে আসেন। দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলেই কোচবিহারের কথাই ফের উচ্চারণ করেন তিনি।