পক্ষ-বিপক্ষ এবং চেতনা প্রসঙ্গে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লগ্নে সব শহীদের মাগফিরাতের জন্য পরম করুণাময় আল্লাহর কাছে জানাচ্ছি প্রার্থনা। সেই সাথে জাতির এই গৌরবোজ্জ্বল মুহূর্তে দেশবাসীকে জানাই প্রাণঢালা অভিনন্দন। স্বাধীনতা আমাদের সবার কাছে একটি অত্যন্ত প্রিয় শব্দ। এতে রয়েছে এক অমৃত স্বাদ। এর মূল্য অপরিসীম।
আমরা অনেকেই তাই এটাকে প্রাণের চেয়ে বেশি মূল্যবান বলে থাকি। স্বাধীনতা আমাদের আত্মার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই অমূল্য সম্পদ প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। এই সম্পদ কখনো হস্তান্তর, স্থানান্তর, বিনিময় বা বিক্রয়যোগ্য নয়। এ কারণে কোনো কোনো ব্যক্তি, গোষ্ঠী বা জাতির স্বাধীনতায় হস্তক্ষেপ করা, খর্ব করা বা কেড়ে নেয়ার জন্য সৃষ্টি করে বিদ্বেষ শত্রুতা, কলহ এবং যুদ্ধবিদ্রোহ। ‘স্বাধীনতা’ শব্দটির অর্থ ব্যাপক। এর মধ্যে নিহিত রয়েছে স্বাধিকার, স্বরাজ, স্বায়ত্তশাসন, আত্মনিয়ন্ত্রণ, স্বশাসন, সমঅধিকার ইত্যাদি।
- ট্যাগ:
- মতামত
- চেতনা
- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী